মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় ?
স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া অস্বাভাবিক কিছু নয়। যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখে বা ভালো কোন সংবাদ কিংবা উপদেশ দিতে শোনে তবে আল্লাহর শুকরিয়া করবে।
রাসূল (সাঃ) বলেন , যখন তোমরা কেউ ভালো স্বপ্ন দেখবে , তখন আলহামদুলিল্লাহ পড়বে এবং সে নিজের প্রিয় লোকদের কাছে তা বলতে পারে।
(বুখারী -৬৯৮৫)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন খাঁটি মুসলীমের অধিকাংশ স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের মধ্য করে অধিক সত্যবাদী লোক সর্বাধিক সত্য স্বপ্ন দেখবে। তিনি বলেন মানুষের স্বপ্ন তিন ধরনের হয়।
১. ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে।
২. দুই কষ্টদায়ক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় আর
৩. মনের মধ্যে অদ্ভুত কল্পনা স্বপ্নে দেখা যায়।
(মুসলিম -২২৬৩)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন , উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ হতে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ হতে। কাজেই তোমাদের যে কেউ ভালো স্বপ্ন দেখে , সে যেন তা শুধু এমন ব্যক্তির কাছে প্রকাশ করে যাকে ভালোবাসে।
আর যদি কেউ এমন স্বপ্ন দেখে যে তার নিকট পঞ্চ অপছন্দনীয় তাহলে সে যেন তার ক্ষতি এবং শয়তানের অনিষ্ট হতে আল্লাহর নিকট পানাহ এবং বাম দিকে তিনবার থুতু ফেলে। তাছাড়া দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে, এবং স্বপ্নটি যেন কারো নিকট প্রকাশ না করে তাতে তার কোন ক্ষতি হবে না।
(মিশকাত -৪৬১২)
রাসুল (সাঃ) জুম্মার খুতবার অবস্থায় কয়েকজন ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল আমি স্বপ্ন দেখলাম যে ,আমার ঘাড়ে আঘাত করার ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। তারপর আমি তা ধরে এনে পুনরায় আমার ঘাড়ে স্থাপন করলাম।
রাসুল (সাঃ) হেসে উঠে বললেন, ঘুমের মধ্যে তোমাদের কারো সাথে শয়তান খেলা করলে সে যেন তা লোকের কাছে না বলে ।
(মুসলিম -২২৬৮)
ইমাম মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) বলেন, যদি স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে দেখে তাহলে দেখেন যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে। তাকে যা বলতে শুনবো সেটা সত্যি বলে ধরা হবে, কারণ সে এমন জগতে অবস্থান করছে যখন সত্য ছাড়া আর কিছুই নেই।
যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে। আর যদি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে, তাহলে বুঝতে হবে ভালো নেই। তার জন্য তখন বেশি করে মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে।
আমাদের সমাজে খারাপ স্বপ্ন দেখলে বা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সাদকা করার যে প্রথা চালু আছে তা বিদআত। এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।
স্বপ্ন দেখা ছাড়াও মৃত ব্যক্তির মাগফেরাতের জন্য যেকোনো সময় দোয়া ও সদকা করা যায়।
(বুখারী -১৩৮৮)
ইবনে ওমর (রাঃ) বর্ণনা করেন, বিদ্রোহীরা যখন উসমান (রাঃ) এর বাসভবন ঘেরাও করল ,তখন উসমান (রাঃ) বলেন, গত রাতে স্বপ্ন দেখলাম রাসুল (সাঃ) বললেন, ওসমান আমাদের সাথে তুমি ইফতার করবে! আর ঐদিন উসমান (রাঃ) শহীদ হলেন।
[আল কাওয়ায়েদুল হুসনা ফী রুইয়া: আব্দুল্লাহ মোহাম্মদ আস সাদহান]
আনাস ইবনে মালেক (রাঃ) বর্ণনা করেন ,আবু মুসা আশ আশতারি (রাঃ) বললেন,আমি স্বপ্ন দেখলাম, আমি একটি পাহাড়ের কাছে গেলাম। দেখলাম পাহাড়ের ওপর রাসুল (সাঃ) রয়েছেন পাশে আবু বকর (রাঃ)। আবু বকর (রাঃ) তার হাত দিয়ে ওমর (রাঃ) দিকে ইশারা করছেন। আবু মুসা (রাঃ) স্বপ্নের কথা শুনে বললাম , ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহর শপথ ! ওমর (রাঃ) তো মারা যাবেন! আচ্ছা আপনি কি বিষয়টি ওমর (রাঃ) কে লিখে জানাবেন?
আবু মুসা (রাঃ) বলেন ,আমি ওমর (রাঃ) কে তার জীবিত অবস্থায় তার নিজের মৃত্যু সংবাদ জানাবো এটা কি করে হয়? এর কয়েকদিন পরে স্বপ্নটা সত্যিই পরিণত হলো ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন।
[আল কাওয়াইদুল হুসনা ফি তাবীলির রুইয়া : শায়খ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আস সাদহান]
স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে চিন্তা গ্রস্ত না হয়ে আমাদের উচিত তাদের মাগফেরাত এর জন্য দোয়া করা। যেন আল্লাহ তায়ালা সকল গুনাহ মাফ করে জান্নাত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করে নেন।
0 মন্তব্যসমূহ