চোখের পানি ফেলা তাওবার প্রতিদান।
| Tears are the reward for repentance. |
মুসা আলাই সালাম এর জামানায় এক যুবক ছিল। যে ছিল জঘন্য পাপি এবং দাগি অপরাধী। তার পাপ এবং খারাপ কাজে মানুষ ছিল অতিষ্ঠ। মেয়েরা বাইরে বের হতো না। কেউ যদি বাধ্য হয়ে বের হতোই আর তাকে যদি ওই যুবক দেখে ফেলত মেয়েটা ধরেই নিত আজ তার কেয়ামত।
কোন বয়স্ক মানুষের সাথে ইচ্ছে করে ঝগড়া বাঁধিয়ে দিয়ে এমন পর্যায়ে নিয়ে যেত যে, মুরব্বিকে লাঞ্ছিত করে ছাড়ত। ছোটদের চড়, লাথি, ঘুঁষি দেওয়া ছিল মামুলি বিষয়। নেশা করে মাতালামি , চিৎকার, চেঁচামেচি এবং ভাঙচুর করা ছিল তার স্বাভাবিকতা।
চুরি করা ছিল নিত্যদিনের কাজ। অনর্গল মিথ্যা কথা বলতে পারতো সত্যের মতো করে। সব মিলিয়ে তার পাপ এবং তার খারাপ কাজে মানুষ অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বের করে দিল এবং সবাই তার সঙ্গ ত্যাগ করল। ছেলেটি গ্রামের পাশে একটি জঙ্গলে বসবাস করতে লাগলো। এই একঘরে করে দেওয়া ছিল এক প্রকার মৃত্যুর মতই। কারণ তার কাছে সামান্য কিছু খাবার ছিল। অল্প কিছুদিন যেতে সব ফুরিয়ে গেল। প্রত্যেকে তাকে বয়কট করেছিল। না তার কাছে পৌঁছতে কোন খাবার না এক গ্লাস পানি। আস্তে আস্তে না খেয়ে নিস্তেজ হয়ে মরনের খুব কাছে চলে এলো। একসময় মৃত্যুর ফেরেশতা তার কাছে পৌঁছাল। এরপর সেই জনমানব শূন্য জায়গা তার মৃত্যু হল।
আল্লাহতাআলা মুসা (আঃ)-এর নিকট বার্তা পাঠালেন, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে।
তুমি সেখানে যাও এবং জানাযা পড়াও। আর যাদের পাপ অনেক বেশি তাদেরকে বলো তারাও যেনো তার জানাজায় শরিক হয়; যাতে আমি তাদের সবার পাপ মাফ করে দিতে পারি।
এরপর বনি ইসরাইল লোকেরা সেখানে গেল। তারা ভেবেছিল বড় কোন বুজুর্গ ব্যক্তি হয়তো ইন্তেকাল করেছেন যিনি আল্লাহর বন্ধু।
কিন্তু মৃত লাশ দেখতেই তারা অবাক! আরেহ, আল্লাহর নবী, এতো সেই যুবক যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম! মুসা (আঃ) তাদের কথায় বেশ অবাক হলেন। ঘটনা কি ! লোকেরা বলছে এই যুবক জঘন্য পাপী, আর আল্লাহ তায়ালা বলছেন এই যুবক তার বন্ধু। কেউ হিসাব মিলাতে পারছিলো না।
আল্লাহ তায়ালা তখন মুসা (আঃ)-এর নিকট ওহি প্রেরণ করলেন , তোমরা লোকেরা ঠিকই বলছে। এটি সেই যুবক। আসলে তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, সে এক জনমানবহীন জায়গায় অবস্থান করছিল। তখন একবার ঘাড় ঘুরিয়ে একপাশে দেখল কেউ আসে কিনা, না কেউ নেই। এরপর অন্য পাশে দেখল কেউ খাবার নিয়ে আসে কিনা, না কোথাও কেউ নেই। না কোন বন্ধুকে পেল না সমব্যথী কাউকে। নিজেকে বড্ড একা ও অসহায় মনে হলো তার। এরপর সে আমার দিকে মুখ তুলে তাকালো।
কায়মনোবাক্যে চোখের পানি ফেলতে ফেলতে অন্তরের অন্তরস্থল থেকে বলল 'ইয়া রাব্বি, আপনি তো আমার রব! আপনাদের বান্দাদের একজন আপনার এই শহরে বড্ড অপরিচিত, কেউ তাকে চেনে না। আমার যদি মনে হতো, আমাকে কষ্ট দিলে আপনার রাজত্ব বৃদ্ধি পাবে অথবা আমাকে মাফ করলে আপনারা রাজত্ব কমে যাবে, তাহলে আমি আপনার নিকট ক্ষমা ভিক্ষা চাইতাম না।
ইয়া রব, আপনি ছাড়া যে আমার কোন আশ্রয় স্থল নেই কোন আশাও নেই ! শুনেছি আপনার নাযিলকৃত কিতাবে আপনি বলেছেন, "আমি ক্ষমাশীল, দয়াময়।"
কাজেই আমাকে নিরাশ করবেন না ইয়া মাওলা!
আল্লাহতালা মুসা (আঃ)-কে বললেন, মুসা, তোমার কি ভালো লাগবে আমি যদি তার দোয়া প্রত্যাখ্যান করি এবং তাকে একা ছেড়ে দেই ?অথচ সে আমার কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছে ! রাতে সে যদি পৃথিবীর সব পাপের জন্যও দোয়া করতো, আমি তার তওবার কারণে দুনিয়ার সবাইকে মাফ করে দিতাম।
0 মন্তব্যসমূহ