ইমাম মাহাদী আসার 70 টি আলামত

 মাহাদী আসার 70 টি আলামত



ইমাম মাহাদী আসার পূর্বে প্রায় 70 টি আলামত হাদীসে বর্ণিত আছে।

 এর মধ্যে প্রায় 65 পূর্ণ হয়ে গেছে।

এর কয়েকটি তুলে ধরা হলো -

 মানুষের ধন সম্পদ বৃদ্ধি হবে। ভূমিকম্প হবে। বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ঘন ঘন বাজার বসবে ও মহিলা সর্বপ্রথম সেখানে ঢুকবে। মহিলারা পণ্য হবে তাদের দোকানে বসানো সহ বিভিন্ন এডভার্টাইজিং করাবে।

পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও রয়েছে ঘনঘন বর্জ্য পাত হবে। বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পর সাথে দেখা হবে তারা বলবে গতকাল পর্যন্ত তোমাদের এলাকায় কতজন মারা গেছে। সুদের ছড়াছড়ি হবে। দুর্নীতি বেড়ে যাবে। কোন অপরাধের শাস্তি কায়েম না হওয়া। যিনা-ব্যভিচার, প্রেম-ভালোবাসা, অবৈধ সম্পর্ক , পরকীয়া বেড়ে যাবে। সময় দ্রুত চলে যাবে। বরকত কমে যাবে । গান-বাজনা ব্যপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে করা হবে । মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নামে বিক্রি হবে ।কাফের শাসকদের বন্ধু বানাবে। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে । সমাজ পরিবার রাষ্ট্রপতি জায়গায় নারীর কর্তৃত্ব থাকবে। নামেমাত্র মুসলিম থাকবে। পাপকে পাপ‌‌ না মনে করে আনন্দ করবে ।বেশি পরিমাণে বিদাআত বৃদ্ধি পাবে। আকাশ থেকে ফেতনা বর্ষিত হবে,বলা যেতে পারে আজকের ইন্টারনেট। মুসলিম উম্মাহের একদল মূর্তি পূজা করবে। দাসি তার প্রভুকে জন্ম দেবে অর্থাৎ ছেলে মেয়ে তার মায়ের সাথে দাসের মত ব্যবহার করবে। গায়ক গায়িকা নর্তুকিদের কদর বেড়ে যাবে। মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে। জিহাদ সহ আরো বিভিন্ন ফরজ বিধান থেকে মানুষ দূরে থাকবে। মূর্খরা আলেমদের ভুল ধরবে। ফুরাত নদী শুকিয়ে যাবে (বর্তমান শতকরা ৯৪ ভাগ শুকিয়ে গেছে), আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে।

শতকরা 99 ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে জড়াবে। মিত্যুকে ভয় পাবে ও জীবনের মায়া বেশি থাকবে । সৌদি নেতৃত্বে তিনটি ফাটল দেখা দেবে (বর্তমানে বাদশাহের তিন ছেলে ) 


আরো কিছু আলামত বাকি আছে যা পূরণ হলে কেয়ামতের অপেক্ষা শুরু হয়ে যাবে। 

১.আলেমদের থেকে এলাম উঠিয়ে নেওয়া হবে। ২.কারীদের থেকে তেলওয়াত উঠিয়ে নেওয়া হবে। ৩.কোরআনের লেখা মুছে যাবে ।

৪.পশ্চিম দিকে সূর্য উঠবে ।

৫.মসজিদে চাকরি থাকবে কিন্তু মুসল্লী কম হবে।হে আল্লাহ আমাদের ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement