যেসব আমলে অভাব দূর হয়।
রাব্বুল আলামিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন।
তিনি কাউকে গরিব বানিয়েছেন কাউকে ধনি বানিয়েছেন। তুলনামূলকভাবে গরিবরা বেশি অর্থাভাবে পড়েন। পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন বহু অভাবে মানুষ রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলেটাকে পড়ালেখা করতে পারছেন না এবং মেয়েকে বিয়ে দিতে পারছেন না। মানুষের অভাব নেই ।
সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কোরআন-হাদিসের বহু আমলের উল্লেখ রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত-রাসুল সাল্লাহু সালাম বলেছেন -যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে।
দোয়া- আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি , ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আও উজলিমা। অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে। এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানি থেকে। এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুমকরা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।
অভাব দূরীকরণের উপায় হিসেবে প্রয়োজন ইস্তেগফার পড়া।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা বর্ণনা করেন-সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত এই ইস্তেগফার পড়বে- আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি। আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। সব দুষ্টুমি দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজের সংস্থান করে দিবেন। অভাব দূরীকরণের উপায় হিসেবে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা হাদীসে এসেছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা তাদের সঙ্গে ভালো আচরণ করা মাঝেমধ্যে সাক্ষাৎ করে আসা প্রয়োজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি প্রিয় নবীকে (সাঃ) বলতে শুনেছি যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় তার আয়ু সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (বুখারি হাদিস 5985)।
দূরীকরণের উপায় হিসেবে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা প্রয়োজন। আল্লাহ বান্দার প্রতি তখনই সবচেয়ে বেশী অসন্তুষ্ট হন, যখন বান্দা সব কিছু পাওয়ার পরও রবের অকৃতজ্ঞতা করে।তবে বান্দা যখন শুকরিয়া আদায় করেন, রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যান। তার বালা মুসিবত অভাব অনটন দূর করে দেন এবং শুকরিয়ার ফলে তার নেয়ামত বৃদ্ধি পায়।
আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন-
"যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন"
(সুরা- ইবরাহিম আয়াত- 7)
0 মন্তব্যসমূহ