খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি?ماذا تفعل إذا كان لديك أحلام سيئة؟

 খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি?

ماذا تفعل إذا كان لديك أحلام سيئة؟
ماذا تفعل إذا كان لديك أحلام سيئة؟


আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ-

আপনি স্বপ্ন দেখেন খুব কাছের কেউ মারা গেছে অথবা নিজে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন। স্বপ্নটাও দেখলেন ঠিক ফজরের আগে ,যে সময়ের স্বপ্ন মিথ্যা হয় না বলে শুনেছেন আপনি। এরকম একটি মুহূর্তে এ ধরনের স্বপ্ন আপনাকে অস্থির করে তুলল ।আপনি একে-ওকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে লাগলেন, আর নানা ব্যাখ্যা শুনে আপনার ভয় আর আশংকা আরো বাড়তে লাগল স্বাভাবিকভাবে।


হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, স্বপ্ন যেমন আল্লাহর তরফ থেকে ভবিষ্যতের কোনো ঘটনার ব্যাপারে অগ্রিম সংবাদ দেওয়ার জন্য আসে, তেমনি স্রেফ শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য হয়ে থাকে। 

বিভিন্ন সময় নানা ঘটনা দুর্ঘটনা স্মৃতিতে লম্বা সময় থাকলে, সেসব ঘটনার স্বপ্ন মানুষ দেখে। স্বপ্ন যদি সেটা সত্যি আল্লাহ তায়ালার তরফ থেকে হয়ে থাকে, তাহলে তো সেটা সত্যি হবে। তবে স্বপ্নে যা দেখেছেন তাই ঘটবে, বরং এটা কোন ব্যাখ্যা সাপেক্ষ স্বপ্ন হতে পারে। আর যদি নিছক চিন্তা ভাবনার ফসল বা শয়তানের পক্ষ থেকে হয়, তাহলেতো এর কোন ভ্যালু নেই। 

এখন এটা কোন ধরনের স্বপ্ন সেটা সুনিশ্চিত হওয়ার কোন উপায় নেই। তাছাড়া স্বপ্নের অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা করা হলো, পরে সে অনুযায়ী স্বপ্নটি ফলে যেতে পারে।

যদিও এ কথাটি যে হাদিস থেকে নেওয়া হয় ,তার অন্য অর্থও আছে, কিন্তু ভুল ব্যাখ্যা তে আপনার অনর্থক ভয় আর আশংকা বাড়তে পারে, এতে কোন সন্দেহ নেই।

 করণীয় কি তাহলে? এ ক্ষেত্রে করণীয় ততটুকুই, যতোটুকু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। 


খারাপ স্বপ্ন দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাঁচটি কাজ করতে বলেছেন। ১. স্বপ্নের অনিষ্ঠ ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। 'তিনবার 'আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম' পড়া। তাহলে এ স্বপ্ন কোন ক্ষতি করতে পারবেনা। (মুসলিম হাদিস ২২৬২) 

এক্ষেত্রে হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে -'(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি হাজিহির রু-ইয়া')

অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে এই ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। 

২. শরীর বা দিক করে তিনবার থুথু নিক্ষেপ করবে।

৩. যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, সে কাত পরিবর্তন করে অন্য দিকে মুখ ফিরিয়ে ঘুমাবে। অবস্থা বদলে দেওয়ার ইঙ্গিত স্বরূপ এটা করা হয়ে থাকে।

৪. খারাপ স্বপ্ন কারো কাছে বলবেন না নিজের ব্যাখ্যা করতে চেষ্টা করবেন না। (বুখারি হাদিস ৬৫৮৩)

৫. কিছু অর্থ সাদাকাহ করুন ।কেননা সাদাকাহ আল্লাহর আযাব বা ক্রোধকে প্রশমিত করে। বিপদকে সরিয়ে দেয়। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement