মৃত্যুর পর মানুষের শরীরে কি ঘটে?
| মৃত্যুর পর মানুষের শরীরে কি ঘটে? |
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ-
বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহ কবর দেওয়া ঠিক ২৪ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন প্রকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ু দ্বার দিয়ে বের হতে থাকে। এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ওই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের দাওয়াত দেয়। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় কিছু বিচ্ছু মানুষের মৃত্যুর দিকে যাত্রা শুরু করে। আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়। কবরস্থ করার তিন দিন পর সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়। ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
৯ দিন পরে চুল পড়া শুরু হয়।
ক্রমান্বয় মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়। 17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভেতরের সমস্ত অংশের বাইরে বেরিয়ে আসে।
৬০দিন পর মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না। এরপর ধীরে ধীরে প্রাণহীন মৃতদেহ ক্রমে মাংস চামড়ার খোলস ত্যাগ করে পরিণত হয় হাড় সর্বস্ব কঙ্কালে। আরজে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। অতএব প্রিয় ভাই ও বোনেরা বলুন -মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা বিদ্বেষ, এত নাম, এত সম্মান, এত শক্তি ,এত সামর্থ্য, এত ধন-দৌলত, এত ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়? সবকিছুই মাটিতে মিশে যায় মানুষের অস্তিত্বের বা কি আছে ?
মাটি থেকে সৃষ্ট মাটিতে কবরস্থ মাটিতে মিশে যায়। এ দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরনকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকেনা। অতএব মানুষের মৃত্যু পরবর্তী আসল জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তা ভাবনা অস্তিত্ব নষ্ট করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত।
" তবে তাছাড়া যারা ঈমান এনেছে ,সৎকাজ করেছে, পরস্পরকে সত্যির উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।" (সূরা আসর, আয়াত -২,৩)
0 মন্তব্যসমূহ