আটটি দরজা খুলে যাবে যে দোয়া পড়লে -
| আটটি দরজা খুলে যাবে যে দোয়া পড়লে -The eight doors will open if the prayer is recited - |
অজু করা ইবাদত হিসেবে ছোট্ট ও সহজ হলেও এর রয়েছে অনেক বড় সাওয়াব।
যে ইবাদত ও আমলের মাধ্যমে মানুষ গুনাহমুক্ত হয়ে যায় বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম। অজু পবিত্রতার মাধ্যম ।নামাজ আদায়ের প্রধান মাধ্যম অজু। হাদিসে অযুকে নামাজের চাবি বলা হয়েছে। আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি।
দৈনিক কতবার ওযু করা হয়? নামাজের সময় কোরআন তেলাওয়াতের আগে কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করতে। কিন্তু আমরা অনেকেই জানিনা, ওযুর পরে কি দোয়া পড়লে আল্লাহতালা বিপুল সাওয়াব দান করেন। এমন কি জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেন।
উকবা ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত- আল্লাহর রাসূল (সাঃ) ইরশাদ করেন তোমাদের কেউ যখন অযু করে আসে ;পূর্ণরূপে সুন্দর ভাবে অযু করে; পড়শী এই দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন ।(মুসলিম শরীফ হাদিস 345)
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'।
অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি এক, তার কোন অংশীদার নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। অপর একটি হাদিস আরেকটি দোয়া বর্ণিত আছে যে দোয়াটি পড়লে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। উমর ইবনে খাত্তাব(রাঃ) থেকে বর্ণিত হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর ভাবে ওযু করার পরে এই দোয়া পড়বে, যেন জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। ইচ্ছামতো যেকোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি হাদীস -55
আটটি দরজা খুলে যাবে যে দোয়া পড়লে -The eight doors will open if the prayer is recited -
আল্লাহুম্মাজ -আলনি মিনাত তাওয়া-বিনা ,ওয়াজ আ'লনী ,মিনাল-মুত-ত্বাহিরিরিন, ওয়াজ-আলনি মিন ইবাদিকাস সলিহীন । অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি এক তার কোন অংশীদার নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।
হে আল্লাহ আপনি আমাদের আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন আমাদের সবসময় অজু থাকার তৌফিক দান করুন । পবিত্রতা অবলম্বনকারী ও তাওবাকারী হিসেবে কবুল করুন। উত্তম রিযিক, গুনাহ মাফ এবং পরকালে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন ।
আমীন।
আটটি দরজা খুলে যাবে যে দোয়া পড়লে -The eight doors will open if the prayer is recited -
0 মন্তব্যসমূহ